logo

১১ বছরের অংশুক দাস জি বি রোগে আক্রান্ত গত ২ মাস ধরে

আজ জীবন চেতনা র উদ্দ্যোগে কলকাতার নিউরো সায়েন্স হসপিটালে অশুংক দাস কে দেখতে গিয়েছিলাম আমরা পাশে পেয়ে গিয়েছিলাম জনচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ও ইউ রিপোর্টার অফ ইউনিসেফ এর শ্রীযুক্ত দেবাশিষ দাশ মহাশয় কে। আমাদের জীবন চেতনা র এক বড় শুভাকাঙ্ক্ষী ও অংশুক এর মাসি সম প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য মহাশয়া কে। অংশুক এর মা শ্রীমতি সুবীরা দাস আমাদের সাথে অনেক দিন আগেই যোগাযোগ করেছিলেন।

কিছু অর্থ সহযোগিতায় জীবন চেতনা পরিবারের সদস্য সদস্যা ছাড়া শুভাকাঙ্ক্ষী অনেকেই।

তারা হলেন মধুমিতা বোস, বনানী ঘোষ,শ্লোক চোংদার,দেব দুলাল রায়, ডঃ শুভ্রা চক্রবর্তী, অঞ্জনা ব্যানার্জী,মুনমুন দেবনাথ,দেব দেবাশীষ দাস, সোমা কর্মকার, সুজাতা অধিকারী,তানিয়া লাহা সাঁতরা, মুনমুন পন্ডিত, সুপর্ণা দে, পম্পা রায়,
জনচেতনা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আরো অনেকে।

আর একজন শিল্পী শিক্ষক অনুপেষ মন্ডল এর চিত্রকলা অঙ্কণ স্কুল এর ছোট ছোট শিশুরাও এই উদ্দ্যোগে এগিয়ে এসেছে।

বিবৃতি নস্কর, অরিত্র মল্লিক, সৌরভ বাছাড়, মহিরূপ মিত্র, অনিক ঘোড়ই, পীযূষ হাজরা, সৃষ্টি বাছাড়, রিঙ্কু মন্ডল, রিদ্ধিমা মন্ডল, দেবেশ মন্ডল, তৃষানজিৎ সাউ, সোহম সর্দার, দীপ্তা সিং, অনিশ সিং ও মৌবনী কোলে

আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

অংশুক এর জন্য আমরা যে আগে পোস্ট করেছিলাম। তার লিঙ্কটা নিচে দিয়ে দিলাম।

https://www.facebook.com/share/v/PrzUuRmwo9fZRFPt/?mibextid=oFDknk

"আমার আপনার সবার"
#জীবন_চেতনা_
আন্দুল মৌড়ী হাওড়া ৭১১৩০২
7278035078

35
994 views